আমায় আজও আচ্ছন্ন করে রেখেছে
স্রস্টার নিপুণ হাতে গড়া মায়ায় ভরা
অতি মনোহরা এক তনুশ্রীর সুশ্রী মুখ..
আর কিছুতে তার বিকল্প পাবো না
বলে পুড়ছি বিরহের অনলে এ জ্বালা
নেভাতে তাইতো মৃত্যুতেই খুঁজি সুখ !
সে-ই থেকে ধিকিধিকি জ্বলছে বুকে
তুষের আগুন, অসহ্য যন্ত্রণা দিয়ে ।
বহুত শান্তি পেতাম যদি গো নিতাম
বিদ্রোহীর বন্দুকে বুকটা ঝাঁঝরিয়ে ।
নয়তো বা কোন জল্লাদের কৃপানের
কৃপায় অনন্যোপায় আমার ধর হতে
এই নষ্ট মস্তিষ্কটা দিতো ছিন্ন করে..
তবেই যদিবা ভুলিয়ে রাখতো সেই
অপরূপ মুখখানা, উবে যেতো তাকে
না পাওয়ার সকল বেদনা চিরতরে ।।
রচনাকালঃ- বিকাল ৪:২৭টা, মঙ্গলবার, ৩০ মাঘ ১৪৩০, ১৩ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর, ঢাকা ।