আমি দেখিনি বৃটিশ বেনিয়াদের লুন্ঠন
দেখিনি পাকিস্তানিদের দুঃশাসন ।
তবে শুনেছি করুণ ওই সমস্ত ইতিহাস
শুনেছি বিপ্লবীদের জ্বালাময়ী ভাষন ।
হয়তো বা তারা ছিল ভিনদেশীয়, তাই
চালিয়েছিল সর্বনাশী আগ্রাসন ।
আমরা কি তবে দূর্ভাগা ? নয়তো কেন
দেখছি স্বদেশী স্বৈরাচারীর শাসন ?
কেন দেখছি স্বাধীন দেশের সরকারের
গুণ্ডা বাহিনীর অবর্ণনীয় ত্রাসন ?
দেশ স্বাধীন করতে মাত্র নয় মাস নাকি
কেউ কেউ সহ্য করেছিল নির্যাতন ।
তবে কেন স্বাধীন এ দেশে বছরের পর
বছর বিরাজ করে যুদ্ধবস্থার মতন ?
গুম হত্যা ধর্ষণ হামলা মামলায় কেনই
বা জর্জরিত স্বাধীন দেশটার জনগন ?
হামলা মামলার ভয়ে বছরের পর বছর
ঘর ছাড়া থাকছে ভিন্নমতাবলম্বীগন !
দেখছি শুধু হীনস্বার্থ চরিতার্থের জন্যই
স্বজাতিকে করতে বহুধা বিভাজন !
দেখছি নারী নেত্রীর পাণ্ডা কতৃক নারী
ধর্ষণ পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ !
দেখছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের
জনগনের সম্পদ করতে লুন্ঠন ।
দেখছি সরকার নামক শাসন যন্ত্র দ্বারা
ছারখার করতে রাষ্ট্রের সব ধন রতন ।
দেখছি সরকারের মদদে রাষ্ট্রীয় সম্পদ
পাচার করে ভিন দেশের উন্নয়ন !
দেখছি পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা
ধ্বংস করে নির্বোধ জাতি গঠন !
দেখছি মাদকতা অশ্লীলতা ধর্মহীনতা
ঢুকিয়ে যুব সমাজের অধঃপতন !
দেখছি বেনিয়াদের ভেজাল পন্যে আর
সিণ্ডিকেটে রাষ্ট্রের অসহায় অনিয়ন্ত্রণ !
দেখছি জনপ্রতিনিধিদেরকে যৎসামান্য
দান খয়রাতে করতেও অসম বন্টন ।
দেখছি সরকারি সহযোগিতায় বিদেশী
অপতৎপরতার হাজারো নিদর্শন ।
দেখিনি কোন শিল্প বাণিজ্যে সরকারের
সহযোগে বিশ্ববাজারে বিকাশকরণ ।
দেখিনি ভিটেমাটি বেঁচে জীবনের ঝুঁকি
নিয়ে বিদেশগামী শ্রমিকের মূল্যায়ন ।
দেখিনি ক্ষয়িষ্ণু সমাজ পরিবেশ সুরক্ষা
দিতে লক্ষনীয় কোন উদ্যোগ গ্রহন ।
দেখিনি জাতির সুষ্ঠু উন্নয়নে সরকাররা
করে কভু টেকসই পরিকল্পনা প্রণয়ন ।
তবে কেন জীবন বিসর্জন দিয়ে স্বাধীন
করল দেশ দুঃখীনি মায়ের সন্তানগন ?
তবে কেন স্বাধীন সার্বভৌম দেশে চলে
আজও অপতৎপরতার আয়োজন ?
ওরে হতভাগা জনগণ রক্তে কেনা দেশ
রক্ষায় এখনই সবাই হও সচেতন ।
নয়তো বা এই উদাসীনতার চরম মূল্য
দিতে আবারও ঘটাবে রক্ত ক্ষরণ ।
রচনাকালঃ- সকাল ৮:৪৯টা, রবিবার, অগ্রহায়ণ ১৪২৯, ৪ ডিসেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।