সবার জীবনেই হয়তোবা আসে কিছু
না কিছু দুঃখভরা দুঃসময় ।
আর এমনটা বোধহয় শুধু প্রভুর প্রিয়
বান্দাদেরই একটু বেশি হয় ।
জীবন চলার পথে যারা হয়তো কিছু
জুটিয়ে নিয়েছিল আবর্জনা ।
একের পর এক দুঃখ কষ্ট দিয়ে তাই
তাদের তিনি করেন মার্জনা ।
কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে তাদের
তিনি বুঝি করান অতিবাহিত ।
তাদের সে সব কিছু যেন ঝরে যায় যা
জুটিয়ে নিয়েছিল অবাঞ্ছিত ।
সোনা যেমন আগুনে পুড়িয়ে পুড়িয়ে
করিয়ে নিতে হয় নিখাঁদ ।
তেমনিভাবেই প্রভু শুধরে দেন তাদের
জীবনে জড়িত যত খাঁদ ।
জ্ঞানীরা সে ইঙ্গিত বুঝে প্রভুর সমীপে
নিজেকে করে দেয় ন্যস্ত ।
আর সাধারণে নানা প্রতিক্রিয়া মন্থনে
ভিন্ন পথে চলতে হয় ব্যস্ত ।
রচনাকালঃ- রাত ৮:১২, শুক্রবার, ৩ জৈষ্ঠ্য ১৪৩১, ১৭ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।