দুর্নীতি আজ সমাজের সর্বস্তরেই
এ থেকে মুক্তি পেতেও সবে ব্যকুল ।
কিন্তু কেন মানুষ হয় দুর্নীতিবাজ
আমরা খুঁজেছি কি তার উৎস মূল ?
মানুষ জন্মায় না সবাই একই
প্রতিভা নিয়ে প্রত্যেকেরই হয় ভিন্ন ।
কিন্তু মুর্খ সমাজের স্বজন বন্ধুরা
অর্থবিনা তার সনে সম্পর্ক করে ছিন্ন ।
ফলতঃ প্রতিক্রিয়াশীল মানুষের
তাই শুধু বিত্তবান হবার ইচ্ছা জাগে ।
স্বভাবসুলভ চিন্তা ভাবনা কিংবা
স্বপ্নগুলো তার থেকে চিরতরে ভাগে ।
আর তখনই সমাজ কল্যাণকর
তার প্রতিভাগুলোও হয়না প্রতিভাত ।
যে কোনভাবেই বিত্তবান হতে
করে সেসব আদর্শ নীতি কুপোকাত ।
উপেক্ষার তীব্র হৃদয় যন্ত্রণায় সে
অর্থ উর্পাজনে করে যে মনোনিবেশ ।
যার জন্য শতভাগ দায়ী আমাদের
রাষ্ট্র সমাজ পরিবার আর পরিবেশ ।
আমরা ঠিকঠাক না ধারণ করেছি
ধর্ম আর না করেছি নীতি ও শিক্ষা ।
যার ফলশ্রুতিতে আজ সমাজে
কেউ করে দুর্নীতি কেউ করে ভিক্ষা !
রাতঃ- ১১:৫৬টা, শনিবার, ২১ জৈষ্ঠ্য ১৪৩০, ৩ জুন ২০২৩, ব্যঙ্গলুরু, ভারত ।