দুর্যোগ আসছে দুর্যোগ
যত না আসছে দুর্যোগ
আতঙ্ক ব্যপারীরা এতে
করছে বেশী মাত্রাযোগ ।
দেশে ছড়ায় যত আতঙ্ক
কষে রেখেছে যে অংক
সোনার পালঙ্কে ঘুমাতে
ওরা ঘটাচ্ছে কত কলঙ্ক ।
দুর্যোগ মোকাবেলা করে
যে জাতি নিজেকে গড়ে
অনাদিকাল আছে টিকে
তবে দুর্যোগ সে কি ডরে ?
মেঘের আড়ে সূর্য হাসে
রাতের পরে দিন আসে
দুর্যোগ আসে আসুক না
যত আল্লাহ্ আছে পাশে ।
সর্বত্র রাখি যোখাযোগ
বন্ধ রাখবো অভিযোগ
সবরের মাঝে দেখবো
দুর্যোগেও ঘটে সুযোগ ।
রচনাকাল: রাত ১১:২৭ বৃহস্পতিবার, ২৫ কার্তিক ১৪২৯, ১০ নভেম্বর ২০২২ মিরপুর, ঢাক ।