বেশী কিছুই তো চাইনি আমি শুধু একটি পবিত্র চাওয়া
ছিল অতি সাধারণ একটি মেয়েকে ঘিরে ।
চরম অর্থ সংকটে শিক্ষায় দীক্ষায় যার বিঘ্ন ঘটে তবুও
সে ছিল আমার চোখে অমূল্য একটি হীরে !
যে ছিল কিছুটা হত দরিদ্র ঘরের সন্তান কিন্তু যার ছিল
অতুলনীয় ব্যক্তিত্ব জ্ঞান সত্যই যা অসাধারণ !
অনন্তকাল পর খুঁজে পেয়ে যাকে হৃদয়ের মণিকোঠায়
তাকে অতি মর্যাদায় করেছিলামও ধারণ ।
তবে আগে হয়তো মোটেও জানতো না সে যে আসলে
ছিল কারো কাছে এতোটাই দামী ।
যদিও তাকে দামী দামী বলতে গিয়ে তার কাছে খুবই
কম দামী হলামও আমি ।
আমার মর্যাদা বাড়াতে যাকে আমারই মুকুটে সাজিয়ে
রেখে সুখে করতে চেয়েছিলাম রাজ ।
সমাজ সুন্দর করণের কাজ করতে যার প্রেরণা ভীষন
ছিল দরকার, সে-ই জীবনে নেই আজ ।
আমি ব্যকুল হৃদয়ে আকুল হয়ে কাঁদছি একটি অপার
সম্ভাবনাময় জীবনকে হারিয়ে ফেলেছি বলে ।
আমারই খানিক হেলায় সেই রত্নটি হারালাম সাগরের
বালুকা বেলায় জানি না তলিয়েছে কি না অতলে ।
এটা নিশ্চিত দুনিয়ার কেউ তাকে দিতে পারবে না কভু
তার যথোচিত সম্মান ও মুল্য ।
বড় জোড় করলেও করতে পারে তাকে শ্রেফ এক খণ্ড
কাঁচের টুকরোর সমতুল্য ।
দুঃখ আমার এইখানেই গো, দুঃখটা আমার এইখানে
তাকে হারিয়ে পাইনা খুঁজে আর এই জীবনের মানে ।
এই দুঃখটা নিয়ে কেমনে বাঁচি খেয়ে পড়ে, দুঃখ নিয়ে
চলি কেমন করে তা নিবারন করিই বা কোনখানে ?
রচনাকালঃ- বিকাল ৪:২০টা, ১৯ আশ্বিন ১৪২৯, ৩ অক্টোবর ২০২২, মিরপুর হতে রামপুরা বাস যাত্রায়, ঢাকা ।