আজব এক শাসন ব্যবস্থার নাম গনতন্ত্র
আহা ! রন্ধ্রে রন্ধ্রে যার দেখি শুধু ষড়যন্ত্র !
ক্ষমতার উৎস নাকি সেই দেশের জনগন
অথচ জনগণকে ঠেঙায় সর্বদা স্বৈরশাসন ।
ভাত আর ভোটই যার মৌলিক অধিকার
কিন্তু অধিকার আদায় করার হিম্মত কার ?
তারা শুধু সফল হবে যারা করে কৌশল
তাছাড়া সর্বৈব বৃথা যতই বড় হোক দল ।
রচনাকালঃ- রাত ১২:১১টা, সোমবার, ৫ অগ্রহায়ণ ১৪৩০, ২১ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।