চোখ থাকতে অন্ধ ওরে
দেখো না নিজের চোখে ।
আবার পরের কথাটাও
সমস্বরে বল নিজ মুখে ।
গোবরভর্তি মাথাটাকেও
লাগাও নাই তো কাজে ।
নেতানেত্রীকে তা বন্ধক
দিয়ে ক্ষতি কর সমাজে ।
দাঁড়াতে আজও শিখলে
না নেতানেত্রীর পা ছাড়া ।
মেধা বিকাশও ঘটাওনি
প্রভূর দেয়া মগজ দ্বারা ।
ভিখারির ঘরে জন্মে যে
আজকাল কর রাজনীতি ।
দুটো টাকা পেলেই তাই
বিক্রি করছ দেশ জাতি !
জ্ঞানবুদ্ধি নাই যে মোটে
তাই বনেছ দলের দাস ।
তোতার মতোই আওড়ে
বুলি দেশে কর সর্বনাশ ।
শত মিথ্যা বললেও নেতা
ভাবো ওটাই ঐশী বানী ।
তারই মনগড়া ব্যাখ্যাটা
দিয়ে হতেও চাইছ জ্ঞানী ।
মানুষ রূপী হলেও তুমি
যে মানুষ নামের কলঙ্ক ।
দাস হয়েই থাকবে সবে
হলেও সংখ্যাগরিষ্ঠ অঙ্ক ।।
রচনাকালঃ- বিকাল ৫:০৩টা, বৃহস্পতিবার, ১৯ শ্রাবন ১৪৩০, ১৫ মহরম ১৪৪৫, ৩ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।