দেশে দেশে দুষ্কৃতকারীরা চালাচ্ছে দুঃশাসন
মুর্খ রাজার মিথ্যা বেশাতীর কানফাটা ভাষন
স্বঘোষিত সেবক-নেতা-প্রশাসনের আগ্রাসী
তাণ্ডবে জনতাকে তটস্থ করছে জুলুম ত্রাসন ।
শিক্ষাঙ্গনের নামধারী কিছু পিতৃতুল্য শিক্ষক
দলীয় দোর্দণ্ড প্রতাপে বনেছে বর্ষীয়ান ধর্ষক
শিক্ষা সংস্কৃতি বিকৃতি করে জাতিকে গিলায়
মনুষ্যত্ব ধ্বংসের মতবাদ, গড়ে চিত্তাকর্ষক ।
চিকিৎসার নামে করে রমরমা কসাই বাণিজ্য
বেনিয়ারা বহুগুণ মুনাফা লুটে করছে অনায্য
দজ্জালের কালো ছায়া সর্বত্র ছেয়ে ফেলেছে
কোথাও নেই যে অবশিষ্ট আর এতটুকু ন্যায্য ।
স্বাভাবিক প্রক্রিয়ায় আর ফিরবে না এ বিশ্ব
সর্বস্ব হারিয়ে সবাই সহসাই হবে যে নিঃস্ব
বিশ্বের সর্বত্র কানায় কানায় মোতায়েন হয়ে
গেছে অনাগত দজ্জালের যত অনুগত শিষ্য ।
সাবধান ! হও সাবধান ! যার দূর্বল ঈমান
দজ্জালের আগমনে থাকবি নারে মুসলমান
সময় থাকতে সতর্ক হও, একটিবার চোখ
বুলাও, কি আহবান করেছে আল কোরআন ।
দজ্জাল সম্পর্কে জানতে এই লিংকটি দেখুন
https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2#:~:text=%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%20(%D8%AF%D8%AC%D8%A7%D9%84)%20%E0%A6%B6%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%9F%E0%A6%BF%20%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%20%D8%AF%D8%AC%D9%84,%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%9D%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%20%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A5%A4
রচনাকালঃ- রাত ৮:১৩টা, বুধবার, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ মার্চ ২০২৪, মিরপুর, ঢাকা ।