জ্ঞান বিজ্ঞানে আজ কত উন্নত সভ্যতা
তবে কেন এখন উবে যাচ্ছে ভব্যতা ?
তবে কেন আজও স্বৈরাচারী ডম্কা
বাজিয়ে হয়ে উঠে এতো অত্যাচারী ?
কেন কেউ নেই শুনতে উৎপীড়িতের
সেই গননবিদারী আহাজারি ?
কেন কেউ কি তা আদৌ বলতে পারি ?
সভ্যতার যখন এতো হয়েছে উন্নয়ন
সে মোতাবেক মানুষও হবে সচেতন ।
অথচ ঘরে ঘরে আজ কত ডিগ্রীধারী !
মূর্খদের চেয়ে তাদেরই দল ভারী,
সুযোগ ছিলো কি কারো হতে স্বৈরচারী ?
শিক্ষিতদের জ্ঞান বুদ্ধি বুঝি হয়েছ ভোঁতা
তাই শোষকের পক্ষাবলম্বনে বনেছে তোতা !!
চায়ের দোকানে চাষারাই তো বসে বসে
শোষকদের বিশ্লেষণ করছে কষে ।
আর তথাকথিত শিক্ষিতদের তাবেদারী
দেখে তো হায় ! লজ্জায় মরি মরি..
তবে কি সমাজে ডিগ্রীধারী যত হবে
তত হবে তাবেদার ততই জনতা মরবে ?
তাবেদারে ততই এই সমাজটা ভরবে ??