নাস্তিক আর যত নির্বোধ ধর্মবাজ
এদের তেমন থাকেনা কোন কাজ
তাইতো আজ শুধু এরা ধর্ম নিয়ে
সর্বদা অস্থির করে রাখছে সমাজ ।
ধর্মবাজরা দেখালে অদ্ভুত ধর্মাচার
নাস্তিক তখনই করে ধর্মের বিচার
তাতে ধর্মাচারের ভণ্ডামি না করে
প্রকাশ, করে সে ধর্মের অপপ্রচার ।
প্রকৃত ধার্মিক করে যে ধর্ম পালন
হৃদয়ে করে সৃষ্টির কল্যান লালন
এরা নিরবে নিভৃতে করলেও ধর্ম
কর্ম, করেনা তা নিয়ে আন্দোলন ।
ধর্ম নিয়ে অপকর্ম এরাই তো করে
ধার্মিক বেচারা শুধুই অকারণে মরে
এদের উৎপীড়নে ধার্মিক সন্তর্পণে
করে ধর্মকর্ম প্রকাশ দেয়না বাহিরে ।