লোকে বলে না ধর্মের কল বাতাসেই নড়ে
জালেমদের জুলুম চলেই বা কতদিন ধরে ?
যেখানে মানুষের শেষ প্রভুর সেখানে শুরু
লম্ফঝম্ফ একদা শেষ হবেরে নাটের গুরু ।
ওরে নির্বোধ-মানুষ কখনো হয়না অসহায়
কেউ না রইলেও তার পাশে প্রভুই দাঁড়ায় ।
ক্রমাগত মানুষকে করতে পারে অত্যাচার
ইতিহাসে মোটেও নাইরে তেমন সমাচার ।
স্রষ্টার সৃষ্টির সাথে যেই করুক জুলুমবাজি
জীবনে তার চড়ামূল্য দিতেই হবে বাবাজি ।
যতই থাকুক তোমার ক্ষমতা দলবল সম্বল
সবই পড়বে ধসে দেখে শুধু হবে হতবিহ্বল !
পাপের সব সীমারেখাই যদি যাও পেরিয়ে
কোনই সুযোগ নাই যাবে প্রায়শ্চিত্ত এড়িয়ে !
রচনাকালঃ- রাত ১১:৪৭টা, রবিবার, ১১ আষাঢ় ১৪৩০, ২৫ জুন ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।