এমন কোন জাতিই নাই যাদের লোকেরা
কভু অবমাননা করেনি কোরআন ।
এমন কোন জাতি নাই যাদের মধ্য হতে
কেউ ধর্মান্তরিতে হয়নি মুসলমান ।
কিন্তু প্রকৃত কোন মুসলমান কভু করেনি
কারো ধর্মকে ওভাবে অসম্মান ।
কারণ ইসলামের অর্থ যে শান্তি তাইতো
এ ধর্মে অন্য ধর্মকে বিদ্বেষ করা মানা ।
প্রকৃত মুসলমান মাত্রই তার এসব কথা
খুব ভালো করেই আছে জানা ।
তাই তার কারো দিকেই তাকাবার সময়
নাই সে প্রভুর ভয়ে করে না বাহানা ।
আর ওদের ধর্ম ঘৃণা বিদ্বেষ ছাড়া মোটে
চলেনা তাইতো পোড়ায় কোরআন ।
ওদের ধর্মের নাই অর্থ তাই বুঝিবা ব্যর্থ
ধার্মিক বানাতে এটাই নয় কি প্রমাণ ?
যারা ভিন ধর্মকে করে অবমাননা তারা
তো মানুষই না ধার্মিক রূপী শয়তান !
প্রকৃত ধর্মের দীক্ষা ছাড়া মানুষ করবেই
ভিন ধর্ম মতে এমনই সহিংসতা ।
প্রকৃত ধর্ম না জেনে মানুষের কভু হয়না
যে বিবেক বোধ জাগাবার সক্ষমতা ।
মানুষ কখনো হয়না মানুষ ধর্মের মর্ম না
বুঝে তাই তার হয়না বিশ্বজনীন মমতা ।
সত্যি সত্যি চাইলে শান্তি না করে এমন
ভুলভ্রান্তি সত্যানুন্ধান কর হে তবে ।
উস্কানি ভণ্ডামিটা না করে ভবে, না মাতি
পৈশাচিক ঘৃণা ছড়ানোর উৎসবে ।
এসো সত্য শান্তির পথে যেথায় তোমার
স্বজাতিরাও এসে শান্তিতে আছে সবে ।
রচনাকালঃ- বিকাল ০৫:০১টা. ১৬ মাঘ ১৪২৯, ৩০ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।