বানিয়ে কচি খোকা
দিলে দারুণ ধোঁকা
কি সুখ না, কাউকে
ভাবতে মস্ত বোকা ?
না কেউ বোকা নয়
বোকা যে হতে হয়
আহ্ দেখে তোমার
নিখুঁত সে অভিনয় !
ভাবছ যাচ্ছি জিতে
কি আর হবে দিতে
কিবা ভাবোনি কত
ক্ষতি এর বিপরীতে ।
তাতে হলে যে ঋণী
জানি কিবা না জানি
সেই ঋণ শোধিতেই
পারবেনা কোনদিনই ।
রচনাকালঃ- রাত ১১:৫৬টা, শনিবার, ৭ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।