ধর্ম যখন ঠিকঠাক ধর্ম থাকে না আর
হয় গনতান্ত্রিক রাজনীতিরই হাতিয়ার
তখন দেশ সমাজ ও দূর্ভাগা জনতার
সুখ শান্তি ঐক্য প্রগতি করে ছারখার ।

সংখ্যা গরিষ্ঠ ভোটারের পেতে ভোট
ঐ মতাবলম্বীদের সাথে বেঁধে জোট
সংখ্যা লঘুকে দেখায় দোর্দণ্ড দাপট
ব্যস্ তাতেই সহজে মিলেও সাপোর্ট ।

এমন সস্তা ইস্যুতে চলে যে গনতন্ত্র
এই বিশ্বাসে বিশ্ব খোঁজে বাঁচার মন্ত্র
মানবিক দিক নেই স্রেফ একটা যন্ত্র
যা নিয়ে করা যায় কত শত ষড়যন্ত্র ।

তার উপর ভর করেই একদল ভণ্ড
পার্থিব লাভালাভে হয়ে উঠে পাষণ্ড
হাজার বছরের সমৃদ্ধি করে লণ্ডভণ্ড
দেশ সম্প্রীতি ভূখণ্ড করে খণ্ডবিখণ্ড ।।

রচনাকালঃ- বিকাল ৪:৪৭টা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।