পাতা ভরে ভরে লিখেছেন তো হে পণ্ডিত
কত না সাহিত্য কবিতা আর প্রবন্ধ...
তবুও করছেন কতনা গোঁড়ামি একচোখে
দেখে আর অপর চোখটা রেখে বন্ধ !
আলোর বদলে ছড়াচ্ছেন কি দুর্গন্ধ ?
মানছি দাদা বইপত্র পড়েছেন গাদা গাদা
এবং নিয়েছেনও তাবড়-তাবড় ডিগ্রি
তবু দেখি কিসের যেন অভাব ।
খুবই লজ্জিত হই যখন দেখি আপনাদের
ওপর হয় নোংরা রাজনীতির চেতনা
নয়তো ধর্ম দাসত্বের প্রভাব !
মুক্ত মনে ষড়রিপুর সংবরণে, দেখছি না
তেমন ইদানীং লিখেন বলেন কেউ ।
বরং ঠিকঠাক না জেনে বুঝে- কি না কি
খুঁজে, বেহুদাই করেন শুধু ঘেউঘেউ !
উথলে উঠাচ্ছেন ঘৃণা বিদ্বেষের ঢেউ !
স্বনামধন্য লেখক কবি সাহিত্যিক সেজে
বৈপ্লবিক স্বতন্ত্র সৃষ্টির জগত গড়ে
চাচ্ছেন থাকবেন হয়ে অমর ?
কিন্তু সে-ই ইতিহাস ঐতিহ্যের অস্তিত্বই
তো থাকবে না যখন আপনাদেরই
প্রভাব দুষ্ট রচনায় বাঁধবে সমর !!
রচনাকালঃ- সন্ধ্যা ৬:১৪টা, ১২ ভাদ্র ১৪৩১,
২৭ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।