কারগিল যুদ্ধে প্রাণপণে লড়ে
যে কিনা রক্ষা করেছে স্বদেশ ।
আজ সে দেশ তার স্বীয় স্ত্রীর
ইজ্জত সম্ভ্রম সবি করল শেষ !
হাজার জনতার সমক্ষে ওরা
পৈশাচিক আনন্দে করে ধর্ষণ ।
যা নাকি আগ্রাসী বিজেপির
ভারতবর্ষ শাসনের মূল দর্শন ।
মেইতেইরা মণিপুরে যেমন
মেতেছে আজকে কুকি নিধনে ।
তেমন মন্ত্রেই দীক্ষিত করছে
এখন সব মূর্খ জনতার বোধনে ।
সংখ্যাগুরুর দোর্দণ্ড দাপটে
সংখ্যালঘুরা যেথা হচ্ছে নিঃস্ব ।
ধর্মান্ধতার চরম ধোঁকাবাজি
আজ বিস্ময় চোখে দেখে বিশ্ব ।
ধিক্কার জানাই ঐ নেতাদের
যারা করছ এমনই রাজনীতি ।
অচিরেই ভোগ করবে তোরা
এই বর্বরতার করুণ পরিণতি ।
রচনাকালঃ- রাত ১১:৫৮টা, রবিবার, ৮ শ্রাবণ ১৪৩০, ৫ মহরম ১৪৪৫, ২৩ জুলাই ২০২৩,