একের পর এক দ্রব্যমূল্যের
বাজারে উর্দ্ধে উঠছে পারদ ।
কোন স্বাধীন সার্বভৌম দেশ
নয় যেন আস্ত পাগলাগারদ ।
ঐ আলু পটল সব্জিওয়ালাও
দেশে বাজালো যুদ্ধের ডঙ্কা ।
শত হতে হাজার টাকা কেজি
দরে আজ বিকায় কাঁচালঙ্কা ।
তালে মিলিয়ে তাল সুযোগে
ঝড় তুলে কাঁচামরিচের ঝাল ।
প্রতিবারের মতোই এবারও
মেতে উঠল হুজুগে বাঙ্গাল ।
যখনই বাজারে দ্রব্যমূল্যের
কোনভাবে হলেই উর্দ্ধ গতি ।
তখনই হুজুগে বাঙ্গাল বুঝে
না বুঝে তার ধরে ভীমরতি ।
চারিদিক সব ফেলে হিড়িক
বস্তা ভরে মজুদ করার জন্য ।
দাম যত হোক সে বড়লোক
কিনতে পারলেই যেন ধন্য ।
আরে শালা বোকাচণ্ডীর দল
একবার তো বল সব বয়কট ।
দেখবি তবে চল কেমনতর
করে ওরা এই কৃত্রিম সংকট ।
হাতে পায়ে ধরে বেচবে পন্য
তারা একদমই পানির দরে ।
তাই বাড়ালে বাড়াক না দাম
তোমরা বয়কট কর দম ধরে ।
রচনাকালঃ- বেলা ৩:৩৩টা, সোমবার, ১৯ আষাঢ় ১৪৩০,
৩ জুলাই ২০২৩,