দেশ জুড়ে আজ উঠেছে শোর
চারদিক শুধু চোর চোর চোর--
চোরেরা আবার মহান নেতার
ঢঙ্গ ধরে রাজ করতে বিভোর !
চুরিতে এদের মেলে না জুড়ি
তুড়ি মেরেই করে পুকুর চুরি
তবু পরকে চোর বলার গলায়
জোর প্রমাণ মেলেও ভুরিভুরি ।
হায়রে ! দেশের বুদ্ধু জনগণ
তাদের কথাই গিল সারাক্ষণ
চাপাবাজির ঢাক বাজিয়ে যারা
শোনায় উন্নয়ন উন্নয়ন উন্নয়ন !
এতো বড় এক চোরের দল
কোন দেশে আর আছে বল
তাদের মাননীয় পুজোনীয়ও
করে পায়ে দাও তেল জল ?
পিয়ন থেকে সেই প্রধানমন্ত্রী
সবটাই তো দেশের ষড়যন্ত্রী
সর্ষের ভেতরেই ভুত থাকলে
তোমার কি লাভ হয়ে গণতন্ত্রী ?
রচনাকালঃ- রাত ১১:৫৭টা, সোমবার, ২৯ মে ২০২৩, রায়গঞ্জ, পশ্চিমবঙ্গ, ভারত ।