ওরে ধুরন্ধর শেয়াল শত বছর বাঁচার
কত যে করছো খেয়াল..
তুলছো স্বার্থের দেয়াল
লুকিয়ে দেখো কাকে সিংহরা ধরে খায় !
চুপিসারে চলছো তাই কি গুটিসুটি পায় ?
আর প্রতিবাদ প্রতিরোধ ভুলে তোমরা
করছো জালিমের চামচামি ?
ফের তোমরাই কল্যণকামী !
দেখোনি সিংহকে হতে হায়নার আহার,
দেখোনি ধ্বংস হতে ক্ষমতারও বাহার ?
তোমরা হায়নাদের মতো অবয়বধারী
হলেও হওনি কুশলী, হিংস্র
তোদের মতো নয় সহস্র
এমন ভীরু কাপুরুষ একাকী স্বার্থান্বেষী
ওরা সংগঠিত নেতৃত্বে চলা বীর সাহসী ।
দিনমান গর্তে লুকিয়ে লুকিয়ে দেখছো
স্বজাতি ধ্বংসের তামাশা ?
নিজের শত বাঁচার আশা !
বাঁচাবে না বাঁচবে নারে তুমিও অবশেষে
ঐক্য শৃঙ্খলা প্রত্যয় নেই রে যেই দেশে ।