ওরে নির্বোধ জনগন মন দিয়ে আজও
কি শুনছো ঐ ভণ্ড নেতার ভাষন ?
অবোধ গাধাদের মতন আজও মানছো
কি স্বৈরাচারী দস্যুটার দুঃশাসন ?
তোরা আজও ওকেই মানছো পুজনীয়
আবার বলছ মাননীয় নেতা ?
আজও তার দুই গাল রক্তে লালে লাল
করোনি ওকে মেরে মেরে জুতা ?
কুত্তার বাচ্চা সোনার দেশ খেয়ে করল
শেষ তবু মানছো ওর আদেশ ?
যে প্রকাশ্য দিবালোকেই দেশের সম্পদ
লুটে পাড়ি দিয়েছে বিদেশ ।
বেশ বেশ বলে তবুও তো দিচ্ছ সমর্থন
তোদের আজও কি ভাঙ্গেনি ভুল ?
পূর্বপুরুষের মতো দাসত্ব করে কি হয়ে
থাকতে চাও ওদের খেলার পুতুল ?
নিজে তো আজও রয়েছই মেরুদণ্ডহীন
প্রাণী বনে তা বানাচ্ছও সবাইকে ।
সেই নেতার জন্য আজও নির্লজ্জভাবে
গাও সাফাই বল ভোট দিতে তাকে ।
বংশ পরম্পরায় দাসত্বের রক্তই বহন
করে যাবো কি আজও এদেশে ?
নাকি গর্জে উঠে সেই দস্যুটার ঘাড়টা
মটকিয়ে দেশ বাঁচাবো অবশেষে ?