ওরে দালালের বাচ্চা দালাল !
তোর কাছে কি নাই রে বালাই
হারাম কিংবা হালাল ?
পেটের জন্যে বেঁচো দেশ-জাতি
ধ্বংসও তো করছো নিজ জ্ঞাতি
মা বোনেরও ইজ্জত বেঁচে শালা
হতে চাস রে লালে লাল !
শালা দালালের বাচ্চা দালাল !
ন্যায় অন্যায় না দেখে গায়ে মেখে
চুনকালি তবু কর মালামাল ?
তোর মতো কে আছে রে ভণ্ড
বিবেক জ্ঞানহীন এতো পাষণ্ড
জনতার স্বার্থে ব্যঘাত ঘটাতে
ইবলিশের চেলা হয়ে ধরেছিস হাল !
ওরে দালালের বাচ্চা দালাল !
খেটে খাওয়ার ভয়ে তুই কূটবুদ্ধিতে
সব করতে চাও কামাল ?
অভিনয়ে তোর মতো কে অত দক্ষ
শোষকের স্বার্থে নাও জনতার পক্ষ
অভিশপ্ত কত হবি আর কতই বা
খাবি রে সবার গালাগাল ?
ওরে দালালের বাচ্চা দালাল !
পরকাল নিয়ে না হয় নাইবা ভাবলে
দ্যাখ না কেমনে কাটে শেষ কাল ?
স্বজন সন্তান কত করবে অপমান
পাবেও নাতে কারো শ্রদ্ধা সম্মান
বুড়োকাল না এলে কি বুঝবি শালা
দালাল সাজার কত ঝাল...
রচনাকালঃ- রাত ১১:৩৪টা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩০, ২০ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।