সবচাইতে যারা দায়িত্ব জ্ঞানহীন
তারা দেখি দিনকে দিন দায়িত্ব
নিতে করে যত তোড়জোড় ।
দায়িত্ব নিয়ে ঠিকই হয় উদাসীন
সীমাহীন ভোগান্তি পোহাইয়ে
দিতে ওরা থাকেও বিভোর ।
অবস্থা দৃষ্টে মনে হয় মানুষদের
পাপের প্রায়শ্চিত্তেই আল্লাহর
পক্ষ হতেই ওরা নির্বাচিত ।
তাই স্বেচ্ছা দায়িত্ব গ্রহনশীলরা
দেখি দায়দায়িত্ব কাঁধে নিয়ে
যা কিছু করে বর্বরোচিত ।
আমরাও পাপী হিসেবে যেমনি
হয়েছি ঠিক বুনো ওল ওরাও
যেন তেমনি বাঘা তেঁতুল ।
প্রকৃতি এমনিভাবেও প্রতিশোধ
নিতে এবং তার শিক্ষা দিতে
মোটেও করে না ভুল !
রচনাকালঃ- রাত ১১:২৮টা, শনিবার, ২৯ মার্চ ২০২৩, মিরপুর, ঢাকা ।