উদয়াস্ত তোর দৌড়. দৌড়.. দৌড়
আর ছুট ছুট ছুট...
কর্পোরেট দিলো আবার ড্রেস কোড
পরনে চাই টাই স্যুট বুট ।
ঘড়ির কাটা ধরে ধরেই হবে চলতে
দিতে হবে টার্গেটের আউটপুট..
সব যদি রাখো ভাই পুরো ঠিকঠাক
পাবে তবে একটা লম্বা স্যালুট ।
জীবনটা নিংড়ে, সবই নিয়ে কেড়ে
বয়স গেলে বেড়ে বলবে- ফুট ।
তখন করবে বা কি,করার আছে কি ?
মেধা বুদ্ধি উদ্যোমও করেছে লুট ।
নিজের পরিচয় সৃষ্টি বিনা মোদেরই
জীবন কিনা অন্ধকারে ঘুট ঘুট...
চকচকে চাকরীটা করেই বুঝলাম
এ জীবনটা শালা ঝুট ঝুট ঝুট ।।
রচনাকালঃ- রাত ১১:৫৪টা, সোমবার, ১৯ জৈষ্ঠ্য ১৪৩১, ৩ জুন ২০২৪,মিরপুর, ঢাকা ।