বিগত ষোলটি বছর ধরে দেশে চলেছিল
লুটপাট হত্যা ধর্ষণ গুম।
কত মানুষের জানমাল ধ্বংসের উৎসবে
হারাম হয়েছিল তাদের রাতের ঘুম ।
তখন কতেক কবি সাহিত্যিক বুদ্ধিজীবীর
পরেছিল স্বৈরশাসকের পা চাটার ধুম।
ঐ দুঃশাসনে ওদের ছিলনা মাথাব্যথা যেন
ওরা বুঝেনা কারে বলে জুলুম অত্যাচার ।
বরং এই বুদ্ধিজীবীরা সে সবে নানান সঙ্গা
দিয়ে কত করতো মিথ্যাচার ।
খোলা বাজারে পরিনত করেছিল বেহাপনা
অশ্লীলতা যেনা ব্যভিচার ।
স্বৈরাচার সরকার ভুলভাল বললেও তা যেন
তাদের কাছে ছিল ঐশী বাণী ।
প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলতো ওনার মতো
কেউ নয় ট্যালেন্ট যোগ্য জ্ঞানী !
সত্য তখন নিভৃতে কাঁদে, জনসমক্ষে ভুলেও
তা হলে প্রকাশ তার কত হতো হয়রানি ।
সেই স্বৈরাচারীর হলে আকস্মিকভাবে পতন
তাতে চাটার দল খেলো বড্ড হোঁচট ।
আবারও তার শাসনকার্য ফিরিয়ে আনতেই
হেথা হোথা তারা বাঁধছে জোট ।
আমি অবাক বিস্ময়ে ভাবছি হায় স্বঘোষিত
বুদ্ধিজীবী, তোরা এতোটা পিশাচ উদ্ভট !
তোরা তো দেখি পতিতাদের চেয়েও ভীষণ
জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট পাপী ।
সমাজ ধ্বংসের সকল মাত্রায় তোরাই তো
বেশি গিয়েছ হে ছাপি !
হীনস্বার্থ চরিতার্থে তোরা বুদ্ধি বিবেক বেঁচে
খাও বলে সবাই তোদের বলে জ্ঞানপাপী !!
রচনাকালঃ- বিকাল ৪:১০টা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ৭ সেপ্টেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা ।