ছোটলোকী করতে করতেই তো তুমি
হয়ে গেলে হে বড়লোক !
ইহলোকে বড়লোক হতে যে সর্বজ্ঞান
করলে বেমালুম ভুলে পরলোক !
চুরি চামারি তাবিজ তুমারি করেই তো
কামালেও অঢেল টাকা !
এছাড়া আর তো কিছুই অর্জনও নেই
তোমার, জ্ঞান ভান্ডারও ফাঁকা ।
আকাবাঁকা পথে চলতে চলতে ভুলেই
গেছো ধর্মের সরল পথ ।
সাফল্য বলতেই তোমার চাই ঐ রাজ
প্রাসাদ আর সোনায় মোড়ানো রথ ।
ঐ সম্পদের জন্যই যেন জন্ম তোমার
কিছুই আর বুঝতে চাওনি ।
তাই জোড়গলাতেই বলতে পারি ভাই
জীবনে সুখ শান্তিও মোটে পাওনি ।
কি হবে বল এই জীবনে এতো অবৈধ
সম্পদের প্রাসাদ-পাহাড় গড়ে ?
তার অভিশাপ কিনে তোমার রাখবে
কাকে সুখে যাবে রে যখন মরে ?
প্রজন্ম তোমার হবে যে পাগল উন্মাদ
অসুস্থ; রেখেছ কি তার খবর ?
প্রাসাদ চাপরাশি ছেড়ে সাপ বিচ্ছুর
ভীড়ে থাকতে ডাকে যে ঐ কবর !
রাশিরাশি সেই সম্পদ ডেকে আনবে
বিপদ হিসাব দিতে পারবে না তার ।
অত ছোটলোকের মতো টাকাপয়সা
করে বড়লোকী করার কি দরকার ?
রচনাকালঃ- বেলা ১১:০৬ট, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।