তোমার ঐ কলিজার টুকরো মেয়েটা
বিক্রি হয়েছে পতিতালয়ে !
তোমার আদরের দুলাল ভর্তি আছে
এখন মাদকাসক্ত চিকিৎসালয়ে ।
তুমিও বসবাস করছ নর পিশাচদের
সেই পাপ পরিবেষ্টিত বলয়ে...
অথচ তুমি ছিলে আল্লাহর মনোনীত
ধর্মের অনুসারী মহান মুসলমান ।
কিন্তু তুমি অনুসরণ করোনিকো তার
প্রেরিত মহাপবিত্র গ্রন্থ কোরআন ।
আজ তাইতো তোমার জীবন সংসার
এমনিভাবেই তো হলো বিরান !
এমন কল্যাণকর জীবন ব্যবস্থা ছেড়ে
করেছো উন্নাসিক জীবন যাপন ।
আল্লাহ রসূলের (স.) শত্রুকে করেছো
স্ব-জ্ঞাতির চাইতেও অতি আপন ।
তার ফলশ্রুতিতে পাওয়া যন্ত্রণা এখন
তুমি কিভাবে করবে গো নির্বাপণ ?
পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন ছেড়ে
দেখাতে গিয়েছ অতি উদারতা ।
কাফের-মুনাফেক-মুসরিকের মাঝেও
তুমি খুঁজতে গিয়েছ মানবতা !
বেহায়াপনা নগ্নতা অশ্লীলতা সমর্থনে
গ্রহন করলে কথিত আধুনিকতা !
মরণের পরে যা দেখবে তো দেখবেই
জীবদ্দশাতেই তো দেখলে দোজখ !
তবু কি তোমার মিটেছে ওদের মতো
ছন্নছাড়া বন্য জীবনযাপনের শখ ?
নাকি এখনও আল্লাহর বিরাগভাজন
হওয়াকে করতে পারোনি পরখ ?
আরে ও উদাসীন জ্ঞানহীন মুসলমান
চলনা আর ওদের দেখানো পথে ।
নতুন করে জীবন গড়ে তোলার নাও
দীক্ষা আল কোরআনের শপথে ।
সিরাতুল মুস্তাকিম মানেই সোজা পথ
তা পাবে কি চড়লে কারো রথে ?
রচনাকালঃ- বিকাল ৪:৪৮টা, বুধবার, ৮ জৈষ্ঠ্য ১৪৩১, ২২ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।