এতো ঘৃণা ছড়িয়ে কেন তুমি
হতে যাচ্ছো ঘৃণার পাত্র...?
বাঁচবেই তো ক'টা দিন মাত্র ।
এই কয়টা দিন না হয় কর
কাজ কিছু ভালো ভালো...
তাতে জগতে ছড়াবে আলো ।
এমন ক্ষণকালে কেন করবে
কাজ অন্যের অকল্যানে...?
বরং মন দাও সেবা ও দানে ।
স্বার্থান্ধ হয়ে তুমি কি করতে
চাও এই পৃথিবীতে অর্জন..?
শান্তি পেতে এসব কর বর্জন ।
দু'দিনের এই যাত্রা পথে কি
ভরেছ তোমার ঐ ঝুলিতে..?
কিন্তু কি নেই মাথার খুলিতে ?
ভাবো রে মানুষ ভাবো আর
ষড়রিপুগুলো কর দমন...?
নিয়ন্ত্রণ কর এমন অশিষ্ট মন ।