চিত্র জগতের তারকাগনের বড় বিচিত্র কারবার
বারবার ভাঙ্গে তাদের সব সখের গড়া পরিবার
পর্দার মতোই তারকার বেপর্দা বেলেল্লা জীবন
তাই মন চায় যে যার সাথে প্রেম করে যতবার ।
প্রেমকামের রগরগে গল্প বেঁচা জীবন জীবিকা
যতদিন যৌবন ততদিনই তারা প্রেম নিবেদিকা
একমাত্র প্রেমের প্রয়াস মিটাবার তরে এর ওর
বাহুডরে মিলবার বাসনাতেই হয়েছেও তারকা ।
সব ফুলের মধু খেতে ফুলে ফুলে বেড়ায় ঘুরে
কত না কেলেঙ্কারি করে পুরোটা যৌবন জুড়ে
পরিশেষে পরিতাপ আর অনুশোচনায় জীবনটা
কাটে হাপিত্যেশ হাহাকারে সবকিছু ছেড়েছুড়ে ।
নাম যশ খ্যাতিতে যখন ধর্ম বাধা হয়ে দাঁড়ায়
তখন তারা অবজ্ঞায় তার প্রতিই বিদ্বেষ ছড়ায়
বেচাকেনার হাটে যখন তাদের দর পতন ঘটে
একুল ওকুল সব হারিয়ে তখনই হয় অসহায় ।
এদের জনপ্রিয়তা একটু হলেই আকাশছোঁয়া
ধর্মকে বৃদ্ধাঙ্গুল দেখায় তুলে মানবতার ধোঁয়া
পহেলা স্বজাতির দিলে কাঁটা বিঁধে নিজেকেই
শ্রেষ্ঠ প্রমাণে সমাজটাকে ভাবে হাতের মোয়া ।
আজ এদেরই স্বেচ্ছাচারিতাতে বিপথে সমাজ
এজন্যেই কমেছে অবশ্য পালনীয় ধর্মীয় কাজ
মুখ্য তাদেরই জীবনাচার কাজেই ঘর সংসার
ছারখার হয়ে সমাজে করছে অস্থিরতা বিরাজ ।
রচনাকালঃ- রাত ১০:২০টা, বৃহস্পতিবার, ১৫ পৌষ ১৪২৯, ২৯ ডিসেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।