প্রাণ প্রিয়ার পাষাণ হৃদয়
আমার হৃদয়টা ভাঙছে অহর্নিশ ।
দিস তো ভাই আমার মুখে
ঢেলে একটু পোলোনিয়াম বিষ ।
যদি ভাই চিরশান্তিতে থাকতে দিস..
কিংবা আমায় এনে দে না
ভাই এ রকম কোন চেলো মদ ।
বুকের জ্বালাটা চিরতরের
জন্যেই করে ফেলতে পারি রদ ।
যেহেতু আমি নাকি এতটাই বদ...!
যাকে তাকে যখন তখন
জঙ্গি বানিয়ে দিচ্ছো ক্রসফায়ার !
কর না এ বুকটা ঝাঁঝরা
বিরহ জ্বালা সইতে পারিনা আর ।
ঐ আগুনে জ্বলতে চাই না বারবার..