ছিঃ চাটুকার ছিঃ ছিঃ
শালা বন্ধ কর রে তোর বাকওয়াজ ।
তোর কোন কথাই
আমি আর শুনবো না মোটে আজ ।
তুই কথা বলিস ক্যান?
তোর মুখ হতে আসে উৎকট দুর্গন্ধ !
যেই দুর্গন্ধে বন্ধ হয়ে
আসে যে আমার পুরোটা নাসারন্ধ্র ।
তরুণীর দেহ খুবলে
খাওয়া তরুণদের তাজা রক্ত পানে ।
জনতার শ্রম ঘামের
কামাই বাদ নাই খেতে কোনখানে ।
গোবর বিষ্ঠা সব খেয়ে
ফের জনতার সামনে বলিস কথা ?
কথার আগে গন্ধ আসে
ঐ খাদক মুখের তবু বলিস অযথা !
মানুষের রক্ত মাংস শ্রম
ঘাম ভক্ষণের চেয়ে কি এতো ঘৃণ্য ?
তোদের মতো চাটুকারের
চেয়ে আর কারাই বা হয় রে জঘন্য ?
তোর নেতা তো সর্বত্রই  
সর্বাবস্থায় এসবই শুধু করে ভক্ষণ ।
আর তুই শালা তাদের
গুন বন্দনায় ভাষণ মারাও সর্বক্ষণ !
তোদের মতো কুকুরদের
জন্যই ওরা দেখতে পায়না স্বীয় ভুল ।
আর সেসব ভুলের জন্যই
পুরো দেশবাসী গুনে যে চড়া মাশুল ।
ওরে জ্ঞানপাপী চাটুকার
তোরাই তো দেশ জাতি ধ্বংসের মূলে ।
আমি যদি দণ্ডদাতা হতাম
তবে তোদেরই আগে চড়াতাম শূলে !!

রচনাকালঃ- বিকাল ৫:৪৭টা, শুক্রবার,  ১৬ শ্রাবণ ১৪৩১, ২ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।