বাপেরও আছে যে বাপ অত করিস না লাফঝাঁপ
এবার তোমার চেপে ধরেছে ঘাড় ।
ভুলে যা হামলা মামলা আগে নিজ নেংটি সামলা
আর কিছুতেই তো পাবি নারে ছাড় !
বুঝেশুনে কর কাজকাম ভালো নয় এর পরিনাম
কর্মফল প্রত্যেকেই করবে ভোগ ।
প্রকৃতিই তা করে বিচার এ তো বড় দুঃসমাচার
সময় থাকতে দমাও এ রোগ...