তুমি বটগাছের নিচে জন্মিয়াছো বাছা
যার নিচে আর হয়নাকো কোন গাছ
যেথায় শুধুই জন্মে আগাছা...
তোমার উপর থাকবেও না তার মায়া
রোদ্দুর তো বহুদূর বৃষ্টির ফোঁটায়
মরবে পঁচে সরবে না তার ছায়া !
যদিবা গুরু বলে শুরু কর তার পুজো
তবে আজীবনও সোজা হয়ে পারবে
না দাঁড়াতে, চিরকালই রবে কুঁজো !
খুঁজো আজকে হতে চির মুক্তির পথ
কারো ছত্রছায়ায় বা দাদার দয়ায়
জীবন সঁপে না দেবার কর শপথ ।
নচেৎ তোমার স্বপ্ন দেখাই হবে সার
ধুঁকে ধুঁকে মরবে শুধু ভরবে নারে
তবু দিল তার হলেও কঙ্কালসার...
রচনাকালঃ- সন্ধ্যা ৭:১৭টা, মঙ্গলবার, চৈত্র ২৬ ১৪৩০, ৯ এপ্রিল ২০২৪, মিরপ, ঢাকা ।