ছলে বলে কৌশলে করলামই
তো অর্জন শ্রেষ্ঠ পদাধিকার ।
এখন যে চাই মানসন্মান তাই
দরকার কিছু চতুর চাটুকার ।
ওরা মধুর সহিত চেটে চেটে
আমায় করে যেন একাক্কার ।
আমায় মাথায় নিয়েও নাচবে
ওরা বিনিময়ে কটা টাকার ।
হয়তো কেউ মাবোনের ধর্ষক
বাবার খুনি কিংবা রাজাকার !
আমায় ওরা সদা দেয় মর্যাদা
আর কার খোজা দরকার ?
চাটুকার পরিবেষ্টিত পরিবেশ
দেখতেও লাগে চমৎকার !
অমন চাটুকারদের প্রসংশাায়
গা ভাসাতে বা অমত কার ?