মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন
যার সুমধুর সুর শুনে সবে জুড়ায় পরাণ !
শিশুরা অবলীলায় করে তাই হৃদে ধারণ
জ্ঞানপাপীরা তাতে করে যত বাধা বারণ ।
মুসলিম নারী হিজাবে চলতে করে পছন্দ
তখন এরা প্রকাশ্যে তাতে করে গালমন্দ ।
বলে এটা মহাঅন্যায় এই বোঝা চাপিয়ে
কিন্তু কুকর্মে ওরা যাচ্ছে সবকিছু ছাপিয়ে ।
মুসলিম দেশে পাতে ডারউইনীয় মতবাদ
সমকামী পরকীয়া লিভটুগেদারেরও ফাঁদ ।
প্রয়োজনে ওরা তাবেদার সরকার বসিয়ে
জনতাকে অনন্তকাল ধরে রাখবে শাসিয়ে ।
তা না মানলেও করে জবরদস্ত বাস্তবায়ন
তাতে চাপিয়ে দেওয়া শব্দের হয়না চয়ন ?
তারা নানান মানবিক নামের সংস্থা খুলে
ইসলামকে বিনাশ করতে চায় যে সমূলে !
এই কথায় কারো হয়তোবা লাগছে ধাঁধা
কারণ ইসলাম পুঁজিবাদের একমাত্র বাধা ।
তাইতো তার ধ্বংসে সবাই করছে ষড়যন্ত্র
গনতন্ত্র নামক সূত্রটিই হলো তার মূল মন্ত্র !
রচনাকালঃ- রাত ১১:১৯টা, বুধবার, ১০ মাঘ ১৪৩০,
২৪ জানুয়ারি, মিরপুর, ঢাকা ।।