আমাকে অবজ্ঞা করে চলে গেলে ছেড়ে, সেই সাথে
আমার তো সবই কেড়ে নিয়েও গেলে তুমি--
অনুভূতির ষষ্ঠ ইন্দ্রিয়ও এখন অকেজো, চোখে দেখি
বর্ণহীন ধূসর আর মন যেন হয়েছে মরুভূমি ।
যে সকল ফুল তোমার গায়ের মৌ মৌ গন্ধ‍ে আমাকে
সদাই করে রাখতো আনচান উদাসী আকুল ।
প্রকৃতির সব রঙ রূপ আজও একই রকমের রইলেও
অনূভুতিহীন হৃদয়ে আমি কেঁদে যাচ্ছি ব‍্যকুল ।
কেঁদেকেটে সবাই কষ্ট ভূলে থাকে শুনি, উল্টো আমি
জীর্ণশীর্ণ হয়ে দিনকে দিন হচ্ছি রোগা ।
কস্মিনকালেও তো ভাবিনি কাউকে মন প্রাণ উজার  
করে ভালোবাসলে হয় কারো এতো শাস্তি ভোগা !
আমায় ফেলে জানিনা কি যে পেলে ? কিন্তু হারালাম
আমি আমার নিরোগ শরীর ও তোমার মতো রত্ন ।
হয়তো আমায় ভুলে তুমি আছো হেসে খেলে, অথচ  
আমার সুস্থতা ফিরছে না আর নিলেও শত যত্ন ।
বিশ্বজয় করার মতো শক্ত সামর্থ্য নিরোগ শরীর-মন
এখন বিপর্যস্ত বিদ্ধস্ত চাপা কান্নার হাহাকার ।
তুমিহীন অনাগত সেসকল দিন শুনে শুনে মরণ বীণ
জানিনা আমি আর কি করে করবো এ জীবন পার !

রচনাকালঃ- বেলা ৩:০৭টা, শনিবার, ১৩ জৈষ্ঠ্য ১৪৩০, ২৭ মে ২০২৩, সমসপুর, রায়গঞ্জ, ভারত ।
৮)ⁿ