ফাগুন মাসের আগুন রাঙা মনে
কোকিলদের কাছে গেলাম ।
কাক হয়ে কা কা করে স্বজাতির
করলাম কত শত বদনাম ।
ভাবলাম ছলে বলে ওদের দলে
এবার লিখাবো নিজের নাম ।
শুনে তারা হলে খুশি মনে মনে
মতলব পুষি খুশিতে ভাসলাম ।
ক'দিন পরে ঐ কোকিলের দল
কোথায় যে হারিয়ে গেলো...?
চোখে সর্ষে ফুল দেখে মনে হয়
মাথায় আকাশ ভেঙে পড়লো !
স্বজাতি শুনে ক্ষিপ্ত হলে তারাও
সবে ঝেটিয়ে বিদায় করলো !
আমার তো দেখি আমও গেলো
ছালাও গেলো হায় একি হলো !
তাইতো প্রবাদে কি আর এমনি
বলে, অতি লোভে তাতি নষ্ট !
কাক যে কখনো কোকিল হয়না
তা না জানা জীবনই পায় কষ্ট ।
হায় ! কাউকে যদিবা ভুতে পায়
সে তো হবেই পথ ভ্রষ্ট !
না হলাম জাতের না বেজাতের
মাঝে হলাম সবারই উচ্ছিষ্ট !
রচনাকালঃ- বিকাল ৪:৫৪টা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১,
১৬ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।