তুই রাতের ভোটে যাদেরকে
বানালে জনপ্রতিনিধি ।
তোরই বিচারটা বুঝি আগে
করে দেবে রে বিধি..          
মালামাল হয়ে বেগমপাড়ায়
ওরা খাচ্ছে বসে খাস মাল !
তুই মাঠে ছাগলের তিন নম্বর
বাচ্চা তোরই তুলবে ছাল ।
আজও যে লাফাচ্ছিস ত্রিং ব্রিং
ঐ মারমুখী জনতার সম্মুখে !  
লজ্জা শরম ভয় নাই কি তোর
কথা বলিস রে কোন মুখে ?
ওরে-- ছাগলের বাচ্চা ছাগল
জলদি মাঠ থুয়ে তুই ভাগ ।
ওরা জ্যান্ত তোর ছাল তুলবে
জনতা ঝারবে রে সব রাগ !
সময় থাকতেই ভোল পাল্টে
জনতার কাতারে এসে দাঁড়া ।
তোর নেতারা তো লুটে গেছে
তুই হবি বাপের ভিটে ছাড়া ।
পাপের প্রায়শ্চিত্ত এখনই কর
ঐ নেতার মটকে ঘাড়টা ।
তবেই তুই এই জনরোষ হতে  
যদিবা পাও শেষ রক্ষাটা ।
ঐ জালেমের পতনটা করবেই
তারা আজ নয়তো কাল ।
তোরই আগে রাজপথে ফেলে
অবস্থা করবে বেহাল !!

রচনাকালঃ- রাত ১০:৪১টা, বৃহস্পতিবার, ১৭ শ্রাবণ ১৪৩১,
১ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।