ওরে হারামীর দল সব ছাগলের বাচ্চা ছাগল
আর কতকাল ক্ষেত খাবে তোদের মা পাগল
হয়েছে তো বুড়ো বকরি
তবু ভাবে আজও ছকড়ি
হড় হড় গড় গড় করে কি সব বলেরে অনর্গল ?

কত শখের বাগান করেছিল যত কৃষক বেচারা
তোদের ঐ ছাগল মা'টা সাবার করল সব চারা
কতজন মুকলে বিনাশ
কতেক কে করল লাশ
ক্ষেতে তাদের করছে রাজত্ব রাজ‍্যের আগাছারা !

কেউই তো তার মুখে যে লাগাস নারে লাগাম
সে নাকি করে উপকার বলছিস আরও আগাম
ঐ নির্বোধ ছাগলের দল
সব তো করলে রসাতল
এত খাচ্ছিস উজার করে যত না তোদের দাম !

এবার থাম এবার থাম এবার হওরে সবে ক্ষান্ত
গায়ের কৃষকরা করছে যে কঠিন দিন অতিক্রান্ত
তোরা বুঝ না পরিনাম
শুধু করিস যত কুকাম
তোদের জন‍্যই তো আজকে সবাই চরম উদ্ভ্রান্ত !


রচনাকালঃ- রাত ১১:৫৮টা, বৃহস্পতিবার, ২১ বৈশাখ ১৪৩০, ৪ মে ২০২৩, মিরপুর, ঢাকা ।