আমার এই এলোমেলো দিনগুলো
যেমনি কাটছে না মোটে ।
তেমনি লাঞ্জনা গঞ্জনা বঞ্চনা আর
সমালোচনাই শুধু জোটে ।
না, আর পারছি না আমি কিছুতেই
এমতাবস্থায় জীবন পথ চলতে ।
আর না পারছি কারো কাছে মনের
কথাগুলো একটু খুলে বলতে ।
শুধু তাড়া করছে ভেতরে আমার
একটা না পাওয়ার বেদনা ।
শত বুঝেও অবুঝ আমি নিজেকে
আজও বুঝাতেই পারি না ।
আগ্নেয়গিরি নিয়ে বুকে ধুকে ধুকে
জীবন চালানো কি যে দায় ।
তাই ভাবি, এমন যন্ত্রণাদায়ক প্রেম
দুনিয়া হতে কবে হবে বিদায় ?