পুরো দেশ এবং জাতিটাকে নিয়ে কেউ
মেতে উঠলেও প্রকাশ্য প্রতারণায় ।
আমরা বুঝি না বুঝতেও চাই না আরও
বুদ থাকি ওদের গেলানো চেতনায় ।
ওরা হলেও চিহ্নিত দাগী খুনি, আমরাই
বানিয়ে জ্ঞানী গুণী নামি প্রচারণায় ।
ওরা ঔদ্ধত্য দেশদ্রোহী ভণ্ড জালেম তবু
অযথা মেতে রই ওদের গুন বন্দনায় ।
বিশ্বাসঘাতকতা অশ্লীলতা অসমাজিকতা
ওরা করলেও থাকি সহযোগিতায় ।
হরদম ওরা করে গেলেও ধর্মবিরোধিতা
আমরা পড়ে রই ওদের চরণতলায় ।
জানি না এ রকম বেহুদাপনা আর কোন
জাতি করে কি না এই দুনিয়ায় !
জানি না এ প্রবণতা হতে জাতিগতভাবে
মুক্ত হবো কি না বুঝা বড় দায় ।
বৃটিশরা তাইতো প্রথম আমাদেরই বশে
আনলো উপমহাদেশ ব্যপী গবেষণায় ।
ও ভাই বাঙাল আমরা আর কতকাল বা
বাঁচবো অমেরুদণ্ডী প্রাণীর ভুমিকায় ?
রচনাকালঃ- রাত ১১:১৯টা, রবিবার, ৫ ভাদ্র ১৪৩০, ২০ আগষ্ট ২০২৩ ব্যঙ্গালোর, ভারত।