আজকাল পুড়ছি বেয়াল্লিশ চুয়াল্লিশ
ডিগ্রী রৌদ্রের ভয়াবহ খরতাপে ।
একের পর এক ঝড়-ঝঞ্ঝায় কিংবা
বিপর্যয়ে পর্যদুস্ত প্রকৃতির শাপে ।
তবু্ও রঙিলা এই দুনিয়ায় বুদ হয়ে
আছে সব্বাই গুরুতর পাপে ।
তবু তো দেখিনা নিশ্চিত মরণশীল
মানুষদের কলিজা মোটে কাঁপে !
তবু বন্ধ করেনি কেউ দূর্নীতি খাদ্যে
ভেজাল কম দিতে পরিমাপে !
কারোই চোখ মুখও বিকৃত হলো না
এমন দূর্যোগের ভয়ের ছাপে ।
বরং অনেকেই ভয়ে সিটিয়ে রয়েছে
সমাজ বিধ্বংসী জালেমদের চাপে ।
আরও মরিয়া হয়ে পাপের দরিয়ায়
ওরা যেন সবাই পড়ছে ঝাঁপে ।
মানুষের জন্যে গড়া এ পৃথিবীটাকে
মানুষই ধ্বংস করছে ধাপে ধাপে ।
যাদেরকে আর কোনভাবেই বুঝাতে
পারলো না যে কারো বাপে ।
কোন কাজও হচ্ছে না আল্লাহ রসূল
(স) এর ধর্মের নিগুঢ় আলাপে ।  

রচনাকালঃ- ১১:৫৬টা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ২ মে ২০২৪৷ মিরপুর, ঢাকা ।