আমরা নাহয় পাপী তাপী
ভুলভাল ভাবেই করে যাচ্ছি ধর্ম কর্ম ও কৃষ্টি ।
তাই বলে কি সেই পাপে
রৌদ্রের ঐ রুদ্র তাপে পোড়াবে তোমার সৃষ্টি ?
বৃষ্টি দাও না গো দয়াময়
দাও না কলিজা শীতলকারী এক পশলা বৃষ্টি ।
কারো পাপে নিষ্পাপীরা
কেনই বা মরবে? দাও গো প্রভু একটু সুদৃষ্টি ।
রচনাকালঃ- রাত ১০:০০টা, সোমবার, ৪ বৈশাখ ১৪৩০, ১৭ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।