হায়রে ! ইট পাথরের নিষ্ঠুর নির্মম শহর
বাস করে গেলেও তোর বুকে জীবন ভর
আজও করলি না আপন
আহ্ তুই কত্ত বড় কৃপণ
অভাব নাই স্বভাব বদের ঘরবাড়ির বহর !
চোর বাটপারেরা দেশটাই ছারখার করে
কত বিলাস বৈভব ভরে রাখল ঘরে ঘরে
আমিই শুধু আশায় আশায়
দিন কাটালাম ভাড়া বাসায়
চুপসে রই বাড়িওয়ালার কটু কথার ডরে ।
তোরে ভালোবেসে জীবন করলাম উজাড়
চেষ্টা করিনি কোথাও, সুখনিবাস খোঁজার
তোর বুকে থাকার বড়াই
যদিও করুক্ষেত্রের লড়াই
উদয়াস্ত খেটে কোনমতে করি দিনগুজার ।
যারাই তোর বুকে নিজেকে করেছে ন্যস্ত
তাদেরই বুঝি শুধু করে রেখেছ মহাব্যস্ত
জীবনের যাতা কলে পিষে
প্রকৃতি প্রেমও দিলে মিষে
সংসারের ঘানি টানিয়েই করলে শেষ তো !
চড়া মূল্যে সময় কিনে করেছি কত সবর
জানি না রেখেছ কি না দুঃখভরা সে খবর
হৃদয় করল বহু রক্তক্ষরণ
তিল তিল করে এনে মরণ
স্বপ্ন ঘরের বদলে দেবে কি ঐ ছোট্ট কবর ?
রচনাকালঃ- রাত ১২:৫৬টা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১,
৭ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা ।