খাদক যেমন আয়েশ করে খায় মিষ্টি-সন্দেশ
কোর্মা-পোলাও-পিঠা-পুলি-পায়েস ।
মাঝে মাঝে বড় দেশের রাষ্ট্রনেতারও জন্মায়
তেমন কিছু খাওয়ার বিলাসী খায়েশ ।
ওনাদের কি আর ওসবে পেট পুরে ? ওনারা
খায় পাশ্ববর্তী দূর্বল আর ক্ষুদ্র দেশ !
তার অপশক্তি আর কুটনৈতিক চালে ওসব
ছোট দেশগুলো পানি পায় না হালে ।
অক্টপাসের মতোই জাপ্টে ধরে চিড়ে চেপ্টা
করে চলে তাকে চিরকালে....
দূর্বলের প্রতি সবলের এই অত্যাচার নয়তো
নতুন কিছু আর ওদের পোড়া কপালে ।
দেশগুলো হলেও ছোট-বড় মানুষগুলো তো
আর কেউই ছোট-বড় নয় ।
এমনও তো নয় ছোট দেশের আয়ু কম; বড়
দেশের নেতার আয়ু হাজার বছর হয় ।
কিংবা ছোট্ট দেশটি গিলে খেলে বড় দেশের
জনগনের আর আসবে না দুঃসময় ।
কিন্তু ঐ নির্বোধ নেতারা দানবীয় শক্তির মদ-
মদ্দতায় হারায় বিবেক জ্ঞান ।
স্বীয় জাতি বংশ জ্ঞাতির তরে ছোট্ট দেশটিকে
লুটে বস্তা ভরে হয় কি লাভবান ?
প্রকৃতির নিয়মে ঐ নেতাকে যেমনি সহসাই
ভুলবে তেমনি হয় তার জাতির অকল্যাণ ।
নিষ্পাপ জনতার অভিশাপে আর নেতার কৃত
পাপে চরম মূল্য দেবে যে তার স্বজাতি ।
খণ্ড বিখণ্ড হয়ে যে তার দেশেরও হতে পারে
দূর্দশাগ্রস্থ নির্মম পরিনতি....
অপরিণামদর্শী নেতা জানেনা ছোট্ট আবাবিল
পাখির কঙ্কর বর্ষণে ধুলিস্মাৎ কত হাতি !
রচনাকালঃ- সকাল৯:২৭টা, রবিবার, ২৮ জৈষ্ঠ্য ১৪৩০,
১১ জুন ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।