জন্মেছি যেহেতু দারুণ বৈচিত্র্যময়
এক ষড়ঋতুর দেশে ।
তাই সুখকর জীবন কাটবার কথা
ছিল এই বর্ণিল পরিবেশে ।
রাঙা বসন্ত কি দাবদাহের গ্রীষ্মকাল
কিংবা বর্ষার বাদল ঝরা দিনে..
শরতের কাশবন হেমন্তের সোনালী
ফসল শীতের হিমেল শিহরণে ।
তদনুযায়ী অনুভূতিগুলো হবে বেশ
রোমাঞ্চকর ও মধুময় ।
একঘেয়ে পরিবেশে কখনই হেথায়
মোটে কাটবে না সময় ।
ষড়ঋতুর রূপ রঙ গন্ধ ও আমেজে
জীবন হবে আনন্দ উচ্ছ্বল ।
এসবে আজ নিরন্তর বেদনা ধরায়
অন্তর; আঁখি সদা রাখি ছলছল !
কারণ প্রতিটি ঋতুতে প্রিয়ার সনে
জড়িয়ে থাকা সকল স্মৃতিগুলো ।
এখনও জ্বলজ্বল করে উঠে মোটেও
তাতে পড়েনিকো ময়লা ধুলো !
তাই ঋতু পরিবর্তনের সাথে সাথে
আমার বেদনাগুলো হয় বর্ণিল..
সুখের বদলে যেন ছোবলে ছোবলে
প্রতি ঋতু আমাকে বিষে করে নীল !!
রচনাকালঃ- বিকাল ৫:৪৪টা, বুধবার, ১ লা ফাল্গুন ১৪৩০, ১৪ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর, ঢাকা ।