কে বলেছে রে বঙ্গবাজার পুড়ে ছাই হয়েছে আগুনে ?
ওটা দেখি হিংসারই আগুনে জ্বলেছে তেলে বেগুনে !
সেথায় আগুন লাগেনি ওটা লোভের লেলিহান শিখা
ওহে বঙ্গদানবরা পার করেছ ইদানিং সব সীমারেখা !
তোরা তো করে যাচ্ছ আধিপত্য বিস্তারের রাজনীতি
বেমালুম ভুলে গেছো ভোগ করতে হবে কি পরিণতি ।
এই আগুন চক্রান্ত তোদের তো অতি পুরোনো খেলা
কারখানা বস্তি বাসে আগুনে স্বার্থ হাসিল করছ মেলা ।
জাতে উঠতে করছ বাড়াবাড়ি ছেড়ে সেই ছেঁড়া কাঁথা
ঘটনাগুলো দেখি তাই বিচ্ছিন্ন নয়, একই সূত্রে গাঁথা ।
ভাবছো দেশটা তোদের বাপদাদাদের কেনা সম্পত্তি
যা খুশি তাই করতে তোদের নাই কিছুতেও আপত্তি ।
জেনেছি তোদের সব জারিজুরি ওরে অমানুষের দল
এই সব ছল করে তোরা ক'দিনই বা বাঁচবে রে বল ?
স্বীয়স্বার্থ চরিতার্থে তোরা করতে পারো এরূপ ধ্বংস,
ভাবোনি ঐ পাপের সম্পদে পুড়বে যে তোদের বংশ ?
অচিরেই ধ্বংস হোক সব খায়েশ তোদের আজ হতে
চিরতরে মানুষ থাক সুখ শান্তিতে সোনার এ বঙ্গতে ।
রচনাকালঃ- রাত ১১:০৫টা, বৃহস্পতিবার, ২৩ চৈত্র ১৪২৯, ৬ এপ্রিল ২০২৩, ১৫ রমজান ১৪৪১, মিরপুর, ঢাকা ।