কষ্টে আছি... কষ্টে আছি
বড্ড কষ্টে আছি রে আমি
বড্ড কষ্টে আছি...
তুমি মানুষ তাই হয়তো
ভালোবাসোনি আমায়
ভালোবেসেছে মাছি !
চিরচেনা চঞ্চল প্রানবন্ত
এ শরীরটাকে নিয়ে যে
এখন নিথর শুয়ে আছি ।
তোমায় ভালোবেসেছি
বলেই সব হারিয়ে এই
কষ্টটা কুড়িয়ে পেয়েছি ।
তাকে সম্বল করেই তো
আজ কিংকর্তব্য বিমূঢ়
হয়ে পড়েছি ।
আর তাইতো চিরনিরোগ
এই শরীরটা নিয়ে আজ
বড্ড দূর্যোগে আছি ।
অল্প ক্লান্ত পরিশ্রান্ত হলে
খোঁড়া ঘোড়ার মতো
পড়ে কাতরাচ্ছি ।
যেন কত কালের রোগী
হয়ে পৌঁছে গিয়েছি
মৃত্যুর কাছাকাছি ।
তাই বুঝি পরম সোহাগে
আমার ঠোঁট মুখ চুমে
চলেছে কিছু মাছি ।
আর আমি অসার শরীরে
অপলক চোখে শুধুই
তাকিয়ে তাকিয়ে আছি...
রচনাকালঃ- সন্ধ্যা ৬:০৮টা, মঙ্গলবার, ২২ কার্তিক ১৪৩০, ৭ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।