ও পাড়ার দারুণ দক্ষ লম্পট বেহায়া বিজয়
জানে কেমনে করতে হয় নারীদের মন জয়
এক সুন্দরী তরুণী মায়ের শিশুটির ছলনায়
তার সঙ্গ লাভে করে সে যে নিখুঁত অভিনয় !

চিপস্ চকলেট ও নানা খেলনা কিনে এনে
ঐ ছলে তার মাকে দেখতে চলে প্রতিদিনে
বধুকে একাকী পাবার আশায় ঘুরঘুর করে
তার বাসায়, ভয়ঙ্কর পাপ চিন্তা নিয়ে মনে ।

লোকে বলে, শত কথায় সতীরও মন টলে
দুষ্ট বিজয়ের মিষ্টি কথায় বধুরও মন গলে
আদর দেখালে সন্তানরে দাগও কাটে বধুর
অন্তরে, ব্যস্ সর্বস্ব লুটে তার অন্তরঙ্গ হলে ।

সব কুকীর্তি গোপনে ক্যামেরায় করে ধারণ
বধুটি অগত্যায় আর করতে পারে না বারণ
বহুদিন ধরে চললে এমন করে, পাপের ঘট
পূর্ণ হলে প্রকৃতিগত ভাবে হয় পশুর আচরণ !

এতোদিনে শিশুটিরও সব বুঝার বয়স হলে
সেসব দেখে তার বাবাকে নাকি দেবে বলে
এ সাক্ষী বাঁচিয়ে রাখা যে বিপদ, তাই তার
ভবলীলা দ্রুতই সাঙ্গ করতে হবে কৌশলে ।

নির্বোধদের এভাবে কেউ দিলে ভালোবাসা
তাকে পরম শুভাকাঙ্ক্ষী ভেবে করে উচ্চাশা
তার প্রতি এনে অন্ধ বিশ্বাস ঘটালে নিজের
সর্বনাশ, আর লোকেরা দেখে শুধুই তামাশা !!


রচনাকালঃ- বিকাল ৫:১৭টা, বৃহস্পতিবার, ৬ আষাঢ় ১৪৩১, ২০ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।