১।
বাহাবা কুড়াবার আশে করলে বাহাস
অন্তর্গত শক্তির হবে না কর্মে প্রকাশ ।
২।
শিক্ষা অর্জনে যদি আসে আত্মতৃপ্তি
তার জ্ঞানের দ্যুতি আর হবেনা ব্যপ্তি ।
৩।
যতই অর্জন কর কেউ শিক্ষার সনদ
নেতৃত্ব গুন অর্জনবিনা পাবেনা মসনদ ।
রচনাকালঃ- রাত ৯:৩৯টা, সোমবার, ৩ পৌষ ১৪৩০, ১৮ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।